পিঁপড়া কি সত্যিই উড়তে পারে?!
পিঁপড়া কি সত্যিই উড়তে পারে?!
"পিপীলিকার পাখা গজায় মরিবার তরে'' এই কথা তো আমরা সবাই শুনেছি।কিন্তু পিঁপড়া সত্যিই উড়তে পারে কি না এই বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন।চলুন জেনে নেওয়া যাক,পিঁঁপড়া সত্যিই উড়তে পারে কিনা?!
আমরা সাধারণত যে পিঁপড়াগুলোকে উড়তে দেখি সেগুলো হলো উইপোকা।বছরের কোনো একদিন উইপোকার পাখা গজায়।তখন এরা উড়তে পারে।সাধারণত সন্ধ্যার দিকে এদের উড়তে দেখা যায়।
মূলত সন্ধ্যা বা রাতে ঘরের বাতির আলোতে আকৃষ্ট হয়ে ভিড় করে।আবার ঘরের বাতি নিভিয়ে রাখলে এরা চলে যায়।প্রধানত বংশবিস্তার করার সময় এরা এভাবে উড়ে।
জ্ঞান-বিজ্ঞান বিষয়ক অসংখ্য তথ্য জানতে ভাই-ব্রাদারস সাইন্স এর সাথেই থাকুন।
আমাদের ফেসবুক পেইজ লিংক:
https://www.facebook.com/vaibrotherssciencebd/
আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক:
https://instagram.com/vai_brothers_science
আমাদের ইউটিউব চ্যানেল লিংক:
https://youtube.com/channel/UCnfkCRlNGmNobdEtG2KF1Og
আমাদের ই-মেইল ঠিকানা:
ধন্যবাদ সবাইকে
No comments