জমজম কূপের পানি কেনো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি??!!

জমজম কূপের পানি কেনো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি??!!

জমজম কূপের পানি কেনো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি??!!

জমজম কূপ মুসলিমদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত।জমজম কূপের পানির রয়েছে অসংখ্য গুণাগুণ।

হজ পালন করে দেশে ফেরার সময় হাজিরা আত্মীয়-স্বজনদের জন্য জমজম কূপের পানি নিয়ে আসে।সবাই আগ্রহ নিয়ে ভক্তি সহকারে সেই পানি পান করে।কিন্তু এই জমজম কূপের পানি নিয়ে বহু বিজ্ঞানী বহু গবেষণা চালিয়েছেন।সর্বশেষ জাপানি বিজ্ঞানী "মাসারু ইমোতো" এর গবেষণায় উঠে এসেছে বিভিন্ন অজানা তথ্য।

মাসুরু ইমোতো তার গবেষণার মাধ্যমে কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন কেনো জমজম কূপের পানি বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানি।চলুন তার ধারণাগুলো জেনে নেয়া যাক।

১.এক ফোঁটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা অন্য কোনো পানিতে থাকে না।

২.জমজমের পানির গুণগত মান সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত পরিবর্তন হয়নি।

৩.এক ফোটা জমজম কূপের পানি যদি ১০০০ ফোটা সাধারণ পানির সাথে মিশানো হয় তবে ওই ১ হাজার ফোটা পানি জমজম কূপের পানিতে পরিণত হবে।

৪.জমজমের পানিতে এন্টিমনি, বেরিলিয়াম, ব্রোমাইন, কোবাল্ট, বিসমাথ, আয়োডিন আর মলিবডেনামের মতো পদার্থ গুলোর মাত্রা ছিল ০.০১ পিপিএম থেকেও কম। ক্রোমিয়াম, ম্যাংগানিজ আর টাইটানিয়াম এর মাত্রা ছিল একেবারেই নগণ্য।

৫.জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএইচ হচ্ছে ৭ দশমিক ৮। যেটি সামান্য ক্ষারজাতীয়।

৬.সাধারণ কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপে জন্মায় না।

৭.মাসারু তার পরীক্ষায় জমজমের পানির এমন এক ব্যতিক্রমধর্মী মৌলিক আকার পেয়েছেন যেটি খুবই চমকপ্রদ। পানির ২টি স্ফটিক সৃষ্টি হয়- ১টি আরেকটির উপরে কিন্তু সেগুলো একটি অনুপম আকার ধারন করে।

বিস্তারিত জানতে দেখে আসতে পারেন এই ভিডিওটি।



#vai_brothers_science
#জমজম_কূপের_পানি_কেনো_পৃথিবীর_সবচেয়ে_বিশুদ্ধ_পানি??!!

1st Music Credit:
Music: The Polka
Musician: Philip E Morris

2nd Music Credit:
Music: Golden Days
Musician: Philip E Morris

ধন্যবাদ সবাইকে

No comments

Powered by Blogger.