Announcements

Contribute to our 1st magazine "SCIENCE BRO(বিজ্ঞান ভাইয়া)"

আসসালামু আলাইকুম।

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে প্রথম বারের মতো প্রকাশিত হতে যাচ্ছে "ভাই-ব্রাদারস সাইন্স" এর প্রথম ম্যাগাজিন "SCIENCE BRO(বিজ্ঞান ভাইয়া)" ; যা অনলাইনে পিডিএফ আকারে প্রকাশ করা হবে।


বইটিতে বিজ্ঞান,প্রযুক্তি এবং মহাকাশ নিয়ে অসংখ্য অজানা আলোচনা থাকবে।

আলোচনার সুবিধার্থে বইটিকে বিজ্ঞান,প্রযুক্তি,মহাকাশ এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।এছাড়া বিজ্ঞান বিষয়ক গল্প প্রকাশ করার জন্য রয়েছে আরেকটি ভাগ।যেখানে চাইলে আপনারা আপনাদের লেখা গল্প/কবিতা/কৌতুক ইত্যাদি পাঠাতে পারেন।

যা যা পাঠাতে পারবেনঃ

👉ছোটগল্প(শিক্ষণীয়,ইসলামিক,ভ্রমণ ইত্যাদি বিষয়ক)

👉কবিতা

👉প্রবন্ধ

👉কৌতুক/ধাঁধা

👉অজানা তথ্য(বিজ্ঞান/প্রযুক্তি)

👉ইতিহাস

👉চিত্রাঙ্কন/ফটোগ্রাফি

👉দর্শনীয় স্থান/স্থাপনা পরিচিতি


লেখা পাঠানোর নিয়মঃ

লেখা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।

ইমেইল ঠিকানাঃ

vaibrothersscience@gmail.com

অথবা আমাদের ফেসবুক পেইজেও পাঠাতে পারেন আপনার লেখা।

লেখার শুরুতে যা দিতে হবেঃ

নামঃ

পেশাঃ

শ্রেণিঃ(যদি শিক্ষার্থী হোন)

লেখার ক্যাটাগরীঃ(যেমনঃছোটগল্প/কবিতা)

(চাইলে আপনার একটি ছবি যুক্ত করে দিতে পারেন)

**একজন ব্যক্তি একটি ক্যাটাগরীতে সর্বোচচ ২টি লেখা পাঠাতে পারবেন।

লেখা পাঠানোর শেষ তারিখঃ১৫ অক্টোবর,২০২১

প্রকাশকালঃ০১ জানুয়ারি,২০২২

** কোনো প্রশ্ন থাকলে আমাদের পেইজে ম্যাসেজ দিতে পারেন।

m.me/vaibrotherssciencebd

ধন্যবাদ সবাইকে...... 


বঙ্গবন্ধু কুইজ কনটেস্টের ফলাফল

আসসালামু আলাইকুম ।


ভাই-ব্রাদারস সাইন্স এর ৬ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কুইজ কনটেস্ট গতকাল রাত ১০ টায় সমাপ্ত হয়েছে।


এবার ফলাফল প্রকাশের পালা।


প্রতিযোগিতায় মোট অংশগ্রহণকারী : ৬০ জন


( বি.দ্র : উক্ত প্রতিযোগিতায় ১৫ নম্বর প্রাপ্ত হয়েছেন ২০ জন , ১৪ নম্বর প্রাপ্তের সংখ্যা ছিলো ৬ এবং ১৩ নম্বর পেয়েছেন ৪ জন । প্রতিযোগিতাটিতে তুমুল লড়াই লক্ষ্য করা গিয়েছে । সবশেষে সর্বোচ্চ ৩ টি নম্বর প্রাপ্তদেরকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে । )


প্রত্যেক বিজয়ী পাবে ডিজিটাল সার্টিফিকেট এবং ২০ টি আকর্ষণীয় বইয়ের পিডিএফ।

সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন । 

 ধন্যবাদ সবাইকে

Participate in বঙ্গবন্ধু কুইজ কনটেস্ট

আসসালামু আলাইকুম।

আসছে ৩রা সেপ্টেম্বর,২০২১ আমাদের "ভাই-ব্রাদারস সাইন্স" পেইজের ৬মাস পূর্ণ হবে।

৬মাস পূর্তি উপলক্ষ্যে আগামী ৩রা সেপ্টেম্বর,২০২১ তারিখে বিজ্ঞান বিষয়ক কুইজ "বঙ্গবন্ধু কুইজ কনটেস্ট" এর আয়োজন করা হয়েছে।

বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ২০টি বইয়ের পিডিএফ।এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য রয়েছে ৫টি আকর্ষণীয় বইয়ের পিডিএফ।
এছাড়াও প্রথম ৫জনের জন্য থাকবে আকর্ষণীয় ডিজিটাল সার্টিফিকেট।



কুইজ প্রতিযোগিতাটি ৩ সেপ্টেম্বর,২০২১ তারিখ বিকাল ৪টা থেকে ৪ সেপ্টেম্বর,২০২১ রাত ১০ টা পর্যন্ত চলবে।

গুগল ফর্মের মাধ্যমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।৩ সেপ্টেম্বর,২০২১ তারিখ বিকাল ৪টায় আমাদের ফেসবুক পেইজে প্রশ্ন (গুগল ফর্মের লিংক) আপলোড করা হবে।

৫ সেপ্টেম্বর,২০২১ তারিখ সকাল ১০ঘটিকায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে।

সবাইকে কুইজে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে।

যেকোনো প্রয়োজনে ম্যাসেজ দিন আমাদের ফেসবুক পেইজে...

ধন্যবাদ সবাইকে...... 

No comments

Powered by Blogger.