মানুষ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না কেন?

মানুষ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না কেন?

মানুষ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না কেন?


মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না।হাঁচি এলে স্বয়ংক্রিয়ভাবেই চোখ বন্ধ হয়ে আসে।এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিবিম্ব হিসাবে পরিচিত - একটি ট্রিগার শরীরের অজ্ঞান প্রতিক্রিয়া।

চোখে আলো পড়লে যেমন চোখ কুঁচকে যায় অথবা গরমে হাত পড়লে যেমন আমরা সাথে সাথে হাত সরিয়ে নিই, ঠিক তেমনই হাঁচি দেওয়ার সময় চোখ বন্ধ হয়ে যায়।হাঁচি আমাদের শরীরের একটি প্রতিবর্ত ক্রিয়া(Autonomic Reflex Action)।

টেক্সাসের এএন্ডএম কলেজ অফ মেডিসিন হিউস্টনের ডেভিড হাস্টনের মতে যিনি হিউস্টন মেথোডিস্ট হাসপাতালের আলাহান বিশেষজ্ঞ, আপনার চোখ খোলা থাকলে আপনি হাঁচি নিতে পারবেন।


মানবশরীরবিষয়ক বিশেষজ্ঞরা বলেন, আমাদের চোখ রক্ষার জন্য চোখের পেশিই যথেষ্ট। হাঁচির সময় চোখ যদি খোলাও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আর তাই চোখ বন্ধের সঙ্গে চোখের নিরাপত্তার চেয়ে বরং রিফ্লেক্স অ্যাকশন বেশি জড়িত। মানে কোনো কাজের পর আরেকটি কাজ স্বয়ংক্রিয়ভাবে হওয়া।


আর তা ছাড়া, ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে হাঁচি বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা তো বলেন, কোনো কোনো সময় ১৬০ কিলোমিটার বেগেও হতে পারে। দুর্দান্ত গতিই বলতে হবে। সুতরাং বুঝতেই পারছ, হাঁচির সময় চোখ বন্ধ থাকাই বরং ভালো। এবং অবশ্যই হাঁচি দেওয়ার সময় টিস্যু পেপার, রুমাল বা কাপড় ব্যবহার করতে হবে। আর কিছুই না থাকলে কনুই দিয়ে নাক ঢাকতে হবে।

No comments

Powered by Blogger.