মানুষ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না কেন?
মানুষ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না কেন?
![]() |
মানুষ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না কেন? |
টেক্সাসের এএন্ডএম কলেজ অফ মেডিসিন হিউস্টনের ডেভিড হাস্টনের মতে যিনি হিউস্টন মেথোডিস্ট হাসপাতালের আলাহান বিশেষজ্ঞ, আপনার চোখ খোলা থাকলে আপনি হাঁচি নিতে পারবেন।
মানবশরীরবিষয়ক বিশেষজ্ঞরা বলেন, আমাদের চোখ রক্ষার জন্য চোখের পেশিই যথেষ্ট। হাঁচির সময় চোখ যদি খোলাও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আর তাই চোখ বন্ধের সঙ্গে চোখের নিরাপত্তার চেয়ে বরং রিফ্লেক্স অ্যাকশন বেশি জড়িত। মানে কোনো কাজের পর আরেকটি কাজ স্বয়ংক্রিয়ভাবে হওয়া।
আর তা ছাড়া, ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে হাঁচি বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা তো বলেন, কোনো কোনো সময় ১৬০ কিলোমিটার বেগেও হতে পারে। দুর্দান্ত গতিই বলতে হবে। সুতরাং বুঝতেই পারছ, হাঁচির সময় চোখ বন্ধ থাকাই বরং ভালো। এবং অবশ্যই হাঁচি দেওয়ার সময় টিস্যু পেপার, রুমাল বা কাপড় ব্যবহার করতে হবে। আর কিছুই না থাকলে কনুই দিয়ে নাক ঢাকতে হবে।
No comments