মৃত‍্যুকে 'পটল তোলা' বলা হয় কেন?

 মৃত‍্যুকে 'পটল তোলা' বলা হয় কেন?

পটলের নানা পদ খেতে লোভনীয়।অথচ পটল তুলতে কেউ চায় না কারণ পটল তোলা মানে মৃত্যু।😎

অন্নদাশঙ্কর রায় লিখেছেন- পটল নামে লোক ভালো/পটল চেরা চোখ ভালো/পটল খেতে ভালো যে/ কিন্তু পটল তুলবে কে।

*কেন এই অর্থ:

কোনো পটল গাছের সবগুলো পটল তুলে ফেললে গাছটি মারা যাবে। সম্ভবত তার থেকেই এই বাগধারার প্রবর্তন। তবে প্রশ্ন হল এখানে শুধু পটল গাছের কথাই বলা হচ্ছে কেন? অন্য কোনো সবজি নয় কেন? আছে, আছে, তারও কারণ আছে।


চোখের অপর নাম অক্ষিপটল- মানুষের মৃত্যু হলে তাঁর চোখ বা অক্ষিপটল ওপরের দিকে উল্টে যায়। তাই অক্ষিপটল তোলা মানে মৃত্যুকে বুঝায়। অক্ষিপটলই কালে কালে শুধু পটলে রূপান্তরিত হয়েছে। আবার কেউ কেউ এমনও বলেন যে,কোনও মৃত ব্যক্তির পট বা পরিধেয় বস্ত্র তুলে রাখাটাই নিয়ম। সেই 'পট তোলা' কালক্রমে 'পটল তোলা'য় পরিণত হয়েছে।

No comments

Powered by Blogger.