নখ কাটলে ব‍্যাথা লাগে না কেন?!

 নখ কাটলে ব‍্যাথা লাগে না কেন?!


নখ মানবদেহের অপরিহার্য অংশগুলোর মধ্যে অন্যতম একটি।প্রতিনিয়তই নখ বাড়তে থাকে।তাই নখ বাড়তে বাড়তে একসময় আমাদের নখ কাটতে হয়।


আমাদের শরীরের কোথাও কেটে গেলে আমরা ব‍্যাথা বা যন্ত্রণা অনুভব করি।যেমন:মাঝেমাঝে হাত বা পা কেটে গেলে আমাদের ব‍্যাথা লাগে।কিন্তু নখ বা চুল কাটলে ব‍্যাথা লাগে না।কিন্তু কেন?!

সাধারণত চুল অথবা নখ কাটলে ব‍্যাথা বা যন্ত্রণার অনুভূতি হয় না।কারণ নখ আর চুল হলো প্রাণীদেহের স্বাভাবিক উপবৃদ্ধি।অর্থাৎ শরীরের এই অংশগুলোতে কোনো স্নায়ুকোষ থাকে না।

নখ গঠিত হয় কেরাটিন নামক একটি উপাদান দ্বারা।কেরাটিন হলো এক প্রকার মৃত প্রোটিন।



প্রকৃতপক্ষে নখের নিচের চামড়ায় এক ধরণের নমনীয় তন্তু থাকে;যা নখগুলোকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখে।যার ফলে নখ নড়াচড়াভ করতে পারে না এবং নখ শক্ত হয়।

আবার নখ গঠিত হয় কিছু মৃত কোষের সমন্বয়ে।

নখ কাটলে ব‍্যাথা অনুভূত না হওয়ার পিছনে মূলত উপরোক্ত কারণগুলোই ক্রিয়া করে।

জ্ঞান-বিজ্ঞান বিষয়ক অসংখ্য তথ‍্য জানতে ভাই-ব্রাদারস সাইন্স এর সাথেই থাকুন।


আমাদের ফেসবুক পেইজ লিংক:

https://www.facebook.com/vaibrotherssciencebd/


আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক:

https://instagram.com/vai_brothers_science


আমাদের ইউটিউব চ‍্যানেল লিংক:

https://youtube.com/channel/UCnfkCRlNGmNobdEtG2KF1Og


আমাদের ই-মেইল ঠিকানা:

vaibrothersscience@gmail.com


ধন‍্যবাদ সবাইকে

No comments

Powered by Blogger.