কলমের ঢাকনায় ছিদ্র থাকার কারণ!!
কলমের ঢাকনায় ছিদ্র থাকার কারণ!!
ছোট থেকে বড় সকল কাজেই আমাদের কলমের প্রয়োজন হয়ে থাকে।কথায় বলে,কলম ছাড়া জীবন চলার পথ সহজ,চিন্তা করা খুবই কঠিন।আবার 'অসির চেয়ে মসি বড়' এমন প্রবাদও শোনা যায়।কিন্তু কলম ব্যবহার করতে করতে কখনো কি প্রশ্ন জেগেছে, কলমের ঢাকনাতে ছিদ্র থাকে কেন?!চলুন জেনে নেয়া যাক এর কারণ।
অনেক সময় অনেকে দুর্ঘটনাবশত কলমের ক্যাপ গিলে ফেলে।আর এই কারণেই মূলত কলমের ঢাকনাতে ছিদ্র থাকে।ভূলবশত ক্যাপটি গিলে ফেললে ক্যাপে থাকা ছোট ছিদ্রপথ দিয়ে যেন বাতাস প্রবাহ চলমান থাকে তাই এই ছিদ্র ব্যবহার করা হয়।আর এর ফলে হঠাৎ শ্বাসরোধ হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।যেহেতু ছোট বাচ্চারা কোনো কিছু পেলে অনেক সময় সেটা মুখে দিয়ে ফেলে তাই বাচ্চাদের নিরাপত্তার জন্যও এই ছিদ্রটি গুরুত্বপূর্ণ।
অনেকেই হয়তো এই বিষয়টি অবহেলা করছেন।কিন্তু আপনি জানেন কি,ভূলবশত কলমের ক্যাপ গিলে ফেলায় প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয়।জানলে অবাক হবেন,শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতি বছর প্রায় একশ জনের মৃত্যু হয় কলমের ক্যাপ দিয়ে শ্বাসরোধ হয়ে।
তাই নিজে সতর্ক থাকুন এবং আপনার আশেপাশের মানুষকেও সচেতন করার চেষ্টা করুন।
ধন্যবাদ সবাইকে।
No comments