টিনের চালে ঢেউ থাকে কেন?!

 টিনের চালে ঢেউ থাকে কেন?!


ঢেউযুক্ত টিনের চাল দেখে তো আমরা সকলেই অভ‍্যস্ত।কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, টিনের মধ্যে ঢেউ থাকে কেন?!টিন সোজাও তো হতে পারত!!চলুন জেনে নেয়া যাক,টিনের চালে ঢেউ থাকে কেন?!


  • ঘরের চালের জন্য যদি নরমাল(প্লেইন) টিন ব্যবহার করা হয় তাহলে তা খুব বেশি মজবুত হয় না।কিন্তু যখন ঢেউখেলানো টিন ব্যবহার করা হয় তখন তা প্লেইন টিনের চাইতে অনেক বেশি মজবুত হয়। এতে কোন কিছুর ভর এক জায়গায় না পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। এর ফলে টিন এর মজবুতিও বৃদ্ধি পায়। কারন ১ ফিট জায়গার জন্য প্লেইন টিন লাগে ১ ফিট আর ঢেউ খেলানো টিনের জন্য লাগে (-,+) ২ ফিট টিন।

  • বৃষ্টির পানি যাতে টিনে আটকে না থাকে এবং বৃষ্টির পানি পড়ার সময় যেন এলোমেলো ভাবে না পড়ে তাই টিনের মধ্যে ঢেউ থাকে।কারণ ঢেউয়ের মধ্য দিয়ে বৃষ্টির পানি পড়লে এর সৌন্দর্য বৃদ্ধি পায়।

  • ঢেউসমূহ সূর্যের আলো প্রতিফলিত করতে পারে এবং এর কারণে টিনের তৈরি ঘর কম উত্তপ্ত হয়।

No comments

Powered by Blogger.