পেন্সিলে HB বা 2B এর মানে কী?!

পেন্সিলে HB বা 2B এর মানে কী?!


পেন্সিলে HB বা 2B দ্বারা আসলে কী বুঝায়?!

কথায় বলে,লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেলেও পেন্সিল শেষ হবে না।এক গবেষণায় দেখা গেছে,একটি পেন্সিল দিয়ে দাগ টেনে একটানা প্রায় ৩৫মাইল পর্যন্ত চলে যাওয়া সম্ভব।আবার একটি পেন্সিল দিয়ে প্রায় ৪৫ হাজার শব্দ লেখা যায়।

আবার এক পরিসংখ্যানে দেখা গেছে,শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই বছরে প্রায় ২০০ কোটি পেন্সিল ব্যবহার করা হয়ে থাকে।বাংলাদেশে প্রত্যেক শিক্ষার্থীর হাতে পেন্সিল দেখে সহজেই অনুমান করা যায়,আমাদের দেশেও এই সংখ্যা খুব কম নয়।

অতিপরিচিত এই পেন্সিলেরও আবার রয়েছে রকমভেদ।কোনো পেন্সিল দিয়ে গাঢ় কালো দাগ টানা যায়,আবার কোনো পেন্সিলের দাগ হালকা।কোনো পেন্সিলের শীষ বা লিড (Lead) নরম;কোনোটার আবার শক্ত।

বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে পেন্সিল প্রধানত তিন ধরণের হয়ে থাকে।


কোনো পেন্সিলের শীষ বা লিড শক্ত হলে পেন্সিলের গায়ে H(hard) লিখে প্রকাশ করা হয়।আবার কোনো পেন্সিল দিয়ে কত ঘন বা কত কালো করে লেখা যায় তা প্রকাশ করতে B(Bold) ব্যবহার করা হয়।পেন্সিলটি কত সুন্দরভাবে লিখতে পারে তা প্রকাশ করার জন্য F(Fine Point) ব্যবহার করা হয়।



বিভিন্ন ধরণের পেন্সিলের শীষ;ফটো ক্রেডিট:বিজ্ঞানচিন্তা


পেন্সিলের শীষ মত শক্ত হবে H এর মাত্রা ততই বেড়ে 2H,3H,4H হবে।আবার পেন্সিলের দাগ যত গাঢ় হবে,B এর মাত্রা ততই বাড়বে।


একেক পেন্সিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান একেকভাবে পেন্সিলের শীষ তৈরি করে।এক্ষেত্রে H,B অথবা F এর আদর্শ কোনো মান নেই।অর্থাৎ কোনো পেন্সিল দিয়ে কত ঘন লেখা যাবে অথবা ঐ পেন্সিলের শীষ কত শক্ত এর কোনো নির্দিষ্ট মান নেই।তবে প্রত্যেক কোম্পানিরই 2H অথবা 3H এর শীষ বেশি শক্ত।




আমরা সচরাচর HB পেন্সিল ব্যবহার করে থাকি।HB দ্বারা বুঝানো হয় পেন্সিলের শীষটি শক্ত এবং যথেষ্ট কালো।


কৃতজ্ঞতা: বিজ্ঞানচিন্তা


জ্ঞান-বিজ্ঞান বিষয়ক অসংখ্য তথ‍্য জানতে ভাই-ব্রাদারস সাইন্স এর সাথেই থাকুন।


আমাদের ফেসবুক পেইজ লিংক:

https://www.facebook.com/vaibrotherssciencebd/


আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক:

https://instagram.com/vai_brothers_science


আমাদের ইউটিউব চ‍্যানেল লিংক:

https://youtube.com/channel/UCnfkCRlNGmNobdEtG2KF1Og


আমাদের ই-মেইল ঠিকানা:

vaibrothersscience@gmail.com


ধন্যবাদ সবাইকে

No comments

Powered by Blogger.