মাইক্রোওয়েভ ওভেনঃভূল থেকে আবিষ্কার
ভূল থেকে যদি হয় দারুণ কিছু,তবে মন্দ কী?? আর সেই দারুণ কিছু যদি বিশ্ব মাতিয়ে বেড়ায় তবে তো আর কথাই নেই।চলুন জেনে নেওয়া যাক ভূল থেকে হওয়া যুগান্তকারী আবিষ্কার মাইক্রোওয়েভ ওভেনের আবিষ্কারের ইতিহাস।
![]() |
মাইক্রোওয়েভ ওভেনঃভূল থেকে আবিষ্কার |
গবেষণাগারে খাওয়া-দাওয়া করা নিশ্চয়ই খুবই বিরক্তিকর একটি অভিজ্ঞতা।কিন্তু এই বিরক্তিকর কাজ করতে গিয়েই বিজ্ঞানীরা যুগান্তকারী মাইক্রৌয়েভ ওভেন আবিষ্কার করেছিলেন।
এই কাজটি করতে গিয়েই পার্সি স্পেনসার নামের এক আমেরিকান ইঞ্জিনিয়ার যুগান্তকারী এই আবিষ্কার করে ফেলেছিলেন।
তিনি ম্যাগনেট্রন নামে একটি ভ্যাকুয়াম টিউব নিয়ে কাজ করছিলেন, যেটি থেকে মাইক্রোওয়েভ নির্গতহয়।
টিউবের সামনে দাঁড়িয়ে কী যেন ভাবছিলেন তিনি, হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলেন বিচিত্র একটি ঘটনাঘটেছে– তার প্যান্টের পকেটে রাখা চকলেটের বার গলতে শুরু করেছে!
বুদ্ধিমান বিজ্ঞানী স্পেনসার তখনই বুঝতে পারেন একটি যুগান্তকারী আবিষ্কার ততক্ষণে তিনি করে ফেলেছেন।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৪৫ সালে তিনি প্রথম মাইক্রোওয়েভ ওভেন তৈরি করেন।এরপর ১৯৬৭ সাল থেকে মাইক্রোওয়েভ ওভেন যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে ব্যবহৃত হওয়া শুরু হয়। এখন সারা পৃথিবীজুড়ে মাইক্রোওয়েভ ওভেন দাপিয়ে বেড়াচ্ছে।
No comments