চাঁদের মালিক কে?!

 চাঁদের মালিক কে?!


চাঁদের মালিকানা নিয়ে মানুষের মনে খুব কমই প্রশ্ন জাগে।তবে অনেক জ্ঞানপিপাসু মানুষের মনেই প্রশ্ন জাগে "চাঁদের মালিক আসলে কে?!"


ঔপনিবেশিক আমলে কোনো গোষ্ঠী বা জাতি কোনো দেশ বা অঞ্চল দখল করে পতাকা উড়িয়ে দিলেই সেখানে তাদের মালিকানা বা আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যেত।১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে নেমে যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে দিয়েছিলেন।তাহলে কি যুক্তরাষ্ট্র চাঁদের মালিকানা পেয়ে গিয়েছিলো??উত্তর হবে "না" ।


কারণ ১৯৬৭ সালেই আমেরিকানরা "জাতিসংঘ আউটার স্পেস ট্রিটি" বা "মহাশূন্য চুক্তি" স্বাক্ষর করেছিলো।মহাকাশে যাতায়াত করছে এমন সব দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।২০১৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে,বিশ্বের ১০২টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।




মহাশূন্য চুক্তিতে লেখা আছে,"চাঁদ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুর উপর কোনো দেশ সার্বভৌমত্ব দাবি করতে পারবে না।ওগুলো সবার সম্পত্তি।"


তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায়ই চাঁদে বা মঙ্গল গ্রহে জমি বিক্রির মতো অদ্ভুত খবর পেয়ে থাকি।যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের কোনো এক ব্যক্তি চাঁদে জমি বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন এমন খবরও আজকাল প্রায়শই দেখা যায়।তাদের মতে,জাতিসংঘ তাদের চুক্তিতে কোনো দেশের মালিকানা বাতিল করেছে।কিন্তু কোনো ব্যক্তি বা কোম্পানির মালিকানার বিষয়টি বাতিল করেন নি।তাই তারা সেখানে জমি বিক্রি করে চলেছেন।




একদল সৌখিন মানুষ আবার টাকা খরচ করে চাঁদে এক খণ্ড জমির মালিকানার দলিলও লিখিয়ে নিচ্ছেন।তবে এসব দলিলের আইনগত কোনো ভিত্তি নেই।


No comments

Powered by Blogger.