দ্য ওভারভিউ ইফেক্ট!!

 দ্য ওভারভিউ ইফেক্ট!!


দ্য ওভারভিউ ইফেক্ট-মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে একরকম অদ্ভুত মায়ার টান অনুভব করেন মহাকাশচারীরা।এই অনুভূতিকে "দ্য ওভারভিউ ইফেক্ট '' বলা হয়।

নাম শুনে হয়তো অনেকেই চমকে যাবেন।মাথায় প্রশ্ন খেলা করবে "ওভারভিউ ইফেক্ট" আসলে কি??!!চলুন জেনে নেয়া যাক।


অধিকাংশ মহাকাশচারী/নভোচারীদের ভাষ্যমতে,"মহাকাশ থেকে যখন তারা পৃথিবীর দিকে তাকান,তখন তাদের মধ্যে এক বিশেষ ধরণের অনুভূতি কাজ করে।"দেশ, জাতি, বর্ণ, ধর্ম সবকিছু তখন তাদের কাছে তুচ্ছ মনে হয়। সবকিছু ভুলে যেয়ে তাঁরা পৃথিবীর এবং পৃথিবীতে অবস্থিত সমস্ত প্রাণীকুলের জন্য এক অদ্ভুত ভালবাসার টান অনুভব করেন।এই বিশেষ ধরণের অনুভূতিকে বিজ্ঞানের ভাষায় "দ্য ওভারভিউ ইফেক্ট" বলা হয়ে থাকে।


ধন্যবাদ সবাইকে


No comments

Powered by Blogger.