কলা বাঁকা হয় কেন?!সোজা ও তো হতে পারে!
কলা বাঁকা হয় কেন?!সোজা ও তো হতে পারে!
কারণটা খুবই সোজা,কলার মতো এতো বাঁকা নয়।কলা যখন মোচা থেকে সবে সবে বের হয় তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে নিজের দিকে টানতে থাকে।একটি গাছের বৃদ্ধির জন্য সবসময়ই সূর্যের আলোর প্রয়োজন পড়ে।তাই কলা সূর্যের দিকে অর্থাৎ উপরের দিকে যাওয়ার চেষ্টা করে থাকে।একে ফটোট্রপিজম(Phototropism) বলা হয়।উপর আর নিচে এরকম টানাটানির জন্যই কলা এমনভাবে বাঁকা হয়ে যায়।
ধন্যবাদ সবাইকে...
No comments