সানগ্লাস প্রথম কারা এবং কেনো আবিষ্কার করে?!
আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরণের এবং বিভিন্ন রঙের সানগ্লাস(রোদচশমা) ব্যাবহার করে থাকি। কিন্তু আপনারা কি জানেন কারা প্রথম সানগ্লাস উদ্ভাবন করেছিলো এবং কেনো আবিষ্কার করেছিলো??চলুন জেনে নেওয়া যাক।
![]() |
সানগ্লাস প্রথম কারা এবং কেনো আবিষ্কার করে?! |
সানগ্লাসের বাংলা প্রতিশব্দ হলো রোদচশমা।কিন্তু এই বাংলা প্রতিশব্দের সাথে আমরা খুব বেশি পরিচিত নই।সাধারণ আভিধানিক অর্থে,রোদে পরার জন্য চোখে যে চশমা ব্যাবহার করা হয়,তাকেই রোদচশমা বা সানগ্লাস বলে।কিন্তু এই উদ্দেশ্যে প্রথম এর উদ্ভাবন হয় নি।চীনা নির্মাতারা একটি বিশেষ উদ্দেশ্যে এই চশমার উদ্ভাবন করেন।
১৩০০ সালের দিকে চীনা নির্মাতারা রোদকে প্রতিহত করতে কিংবা চোখের দৃষ্টি ত্রুটি প্রতিহত করার জন্য নয়,বরং বিচারালয়ের বিচারকদের চোখের দৃষ্টিকে আড়াল করার জন্য এই চশমার আবিষ্কার করেছিলান,যাতে তাদের অভিব্যাক্তি কেউ বুঝতে না পারে।
১৯৩০ সালে ফস্টার গ্রান্ট কোম্পানির প্রতিষ্ঠাতা স্যাম ফস্টার আটলান্টিক সিটিতে ফস্টার গ্রান্ট সানগ্লাসের প্রথম জোড়া বিক্রি করেন।
![]() |
Sam Foster Sunglass Success |
কিন্তু এই সানগ্লাস বা রোদচশমা সত্তরের দশকে হলিউডে ব্যাবহারের মাধ্যমে ব্যাপকভাবে বিখ্যাত হয়ে উঠে।
No comments