ইতিহাসের সর্বপ্রথম সেলফিঃকবে এবং কোথায়??!!
ইতিহাসের সর্বপ্রথম সেলফিঃকবে এবং কোথায়??!!
![]() |
ইতিহাসের সর্বপ্রথম সেলফিঃকবে এবং কোথায়??!! |
ডিগেরোটাইপ ছিলো জনসাধারনের জন্য আবিষ্কৃত প্রথম ফটোগ্রাফি প্রক্রিয়া। তার আবিষ্কারক লুই – জ্যাক – মেন্ডে দাগুরের নামানুসারে এর নামকরন করা হয়েছিলো।ডিগেরোটাইপ আবিষ্কারের প্রায় বিশ বছর পর তা ১৮৩৯ সালে বিশ্বে জনপ্রিয় হয়েছিলো।
প্রক্রিয়াটি ছিলো বেশ জটিল ধরনের।ফটোগ্রাফাররা আয়নার মতো দেখতে রূপালী ধাতুর পাত ব্যবহার করতো।ধাতুর এ পাতগুলো হতো ভীষন হালকা আর সংবেদনশীল। ডিগেরোটাইপ পদ্ধতিটি ছিলো প্রচন্ডরকমের ধীরগতিসম্পন্ন। একটি ছবি উঠতে প্রায় ৩-১৫ মিনিট সময় লাগতো। আলোর উপর নির্ভর করতো ছবি উঠার সময়কাল। আলো বেশি হলে দ্রুত ছবি উঠতো। আর কম হলে ছবি উঠতে বেশী সময় লাগতো।
এ প্রক্রিয়াটি সম্পর্কে জানার পর কর্নেলিয়াস ঠিক করলেন যে,তিনি এ ডিগেরোটাইপ প্রক্রিয়াকে আরও নিঁখুত আর উন্নত করবেন। এবং.. একসময় রসায়ন ও ধাতুবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি একটি উন্নত ডিগেরোটাইপ তৈরি করে ফেলেন।
তখন ডিগেরোটাইপের জন্য প্রয়োজন পড়তো প্রচুর আলোর। এর ফলে রবার্টকে বাইরে কাজ করতে হতো।প্রথম সেলফিটি যেদিন তোলা হয়েছিলো, সেদিন ছিলো ১৮৩৯ সালের অক্টোবর মাসের এক দুপুর।রবার্ট তার দোকানের বাইরে দাঁড়িয়ে ডিগেরোটাইপ নিয়ে খুটখুট করছিলেন। ছবির জন্য তিনি ব্যবহার করেছিলেন অপেরা গ্লাসের সাথে লাগানো ছোট্ট একটি বক্স। ছোট্ট সে বক্সটির সাথে ছিলো একটি লেন্স।
ছবি তোলার প্রক্রিয়াটি ধীরগতিসম্পন্ন হওয়ার কারণে তরুন ফটোগ্রাফারের হাতে ছিলো পর্যাপ্ত সময়। তিনি দৌড়ে গিয়ে প্রথমে ক্যামেরার শ্যাটার খুলে ফেলেন। যতক্ষন প্রয়োজন ক্যামেরার সামনে থাকেন।তারপর আবার শাটার বন্ধ করে ফেলেন।এভাবেই তোলা হয়েছিলো বিশ্বের প্রথম সেলফিটি।
ছবিটিতে দেখা যায় রবার্ট এলোমেলো চুল নিয়ে অনিশ্চিতভাবে তাকিয়ে আছেন।তার দাঁড়ানোর ভঙ্গি কিছুটা বাঁকানো এবং একপাশে সরে আছেন। হাত দু’টো ভাঁজ করা।
ছবির পেছনে গুটি গুটি হাতে রবার্ট লিখে দিয়েছিলেন – ”The first light picture ever taken.1839.”
এভাবেই উদ্ভব হয়েছিলো সেলফির।
এতোক্ষণ পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ...
No comments