পাখি কিভাবে আকাশে উড়ে?!

 সে অনেক অনেক আগের কথা!


মানুষ তখন বিজ্ঞান নিয়ে অনেক গবেষণা চালিয়ে যাচ্ছে। এই গবেষকদের মধ্যে একদল বিজ্ঞানী প্রায় দিনভর পাখির দিকে তাকিয়ে থাকতেন।

পাখি কিভাবে মুক্ত আকাশে উড়ে বেড়ায় সেই রহস্য উন্মোচন করাই ছিল তাঁদের উদ্দেশ্য ।অবশেষে একদিন তাঁরা পাখির এই উড়ে বেড়ানোর রহস্য খুঁজেও পেলেন!

পাখি কিভাবে আকাশে উড়ে?!
পাখি কিভাবে আকাশে উড়ে?!


একটি পাখিকে বাইরে থেকে দেখলে খুব সহজেই তার ঠোঁট, পালক আর লেজকে আলাদা করা যায়। হয়তো অনেকেই জানেন,পাখির শরীরের এই অঙ্গগুলোই পাখিকে খুব সহজে আকাশে উড়তে সাহায্য করে। এছাড়াও পাখির শরীরের হাড়গুলো পাখিকে খুব সহজে আকাশে উড়তে সাহায্য করে।আর এই হাড়গুলো বেশ ফাঁপা। 


পাখির পালক সাধারণত কেরাটিন নামক পদার্থ দিয়ে তৈরি যা একেবারেই নরম ও স্থিতিস্থাপক। এই পালকের ভেতরে থাকা প্রচুর পরিমণ বাতাস পাখিকে উড়তে সাহায্য করে। পাখির ডানাকে বলে এয়ারফয়েল।আর এই এয়ারফয়েল যখন বাতাসে ওঠানামা করে, তখন বাতাস এর ওপর ও নিচে দুদিকেই চলাচল করে।


ডানার দুই প্রান্তে একই সঙ্গে বাতাস বাহিত হওয়ার ফলে ওপরের পৃষ্ঠের বাতাস ডানার ওপর কম চাপ প্রয়োগ করে। আর নিচের পৃষ্ঠের বাতাস বেশি চাপ প্রয়োগ করতে থাকে। যে কারণে পাখি খুব সহজেই ওপরের দিকে উঠে যায়।অর্থাৎ যে পাখির ডানা ঝাপ্টানোর গতি যত বেশি হবে, সেই পাখি তত তাড়াতাড়ি ওপরে দিকে উঠে যেতে পারে।


পাখির ডানা মানুষের হাতের মতোই কাজ করে। ডানা দিয়ে পাখি বাতাসকে পেছনের দিকে আঘাত করে এবং সামনের দিকে এগিয়ে যায়। হাড় আর পালক দিয়ে পাখি আকাশে উড়তে পারলেও এদের ভারসাম্য রক্ষা করে লেজ। লেজ পাখিকে যেকোনো জায়গায় নামতেও সাহায্য করে।

No comments

Powered by Blogger.