চ্যাম্পিয়নরা জয়ের পর প্রাপ্ত মেডেলে কামড় দেয় কেন?
চ্যাম্পিয়নরা জয়ের পর প্রাপ্ত মেডেলে কামড় দেয় কেন?
অ্যাথলেটদের প্রায়ই প্রাপ্ত মেডেলটি কামড়ে পোজ দিতে দেখা যায়। বিশেষ করে অলিম্পিয়ানদের মধ্যে এটি খুব প্রচলিত।
আসলে এর পিছনে একটা মজার ইতিহাস আছে। সোনা অন্য ধাতুর তুলনায় বেশ নরম ও নমনীয়। তাই সোনা কামড়ালে তাতে দাঁতের দাগ পড়ে যায়। আগেকার দিনে তাই অ্যাথলেটরা সোনার মেডেল কামড়ে দেখত সেটা আসলেই সোনার তৈরি কি না।
![]() |
চ্যাম্পিয়নরা জয়ের পর প্রাপ্ত মেডেলে কামড় দেয় কেন? |
ছবিতে আমেরিকান জিমন্যাস্ট সিমোনে বাইলসের সোনার মেডেলে কামড় দেয়ার দৃশ্য।সেই থেকেই শুরু। তবে বর্তমানে এটি শুধু জনপ্রিয় একটি পোজ হিসেবে পরিচিতি পেয়েছে। তাই সোনা, রূপো, ব্রোঞ্জ সব মেডেল প্রাপকরাই এটি কামড়ে পোজ দেয়।
No comments