শীঘ্রই চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে বাংলাদেশ!!
শীঘ্রই চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে বাংলাদেশ!!
![]() |
শীঘ্রই চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে বাংলাদেশ!! |
শীঘ্রই চাঁদে স্যাটেলাইট পাঠাতে চলেছে বাংলাদেশ।আগামী বছরের শুরুর দিকে অথবা চলতি বছরের শেষ দিকে চাঁদে স্যাটেলাইট পাঠানোর কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের এটুআই(অ্যাস্পায়ার টু ইনোভেশন) কর্তৃপক্ষ।
এটুআই কর্তৃপক্ষ জানিয়েছে,বাংলাদেশের পাঠানো স্যাটেলাইটটির নাম "ফেমটো স্যাটেলাইট"।এই স্যাটেলাইট আকারে খুবই ছোট।এর ভর মাত্র ২০গ্রাম।স্যাটেলাইটটি বাংলাদেশেই প্রোগ্রাম করা হবে।তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করেছে নাসার কলোরাডো স্পেস গ্র্যান্ট কনসোর্টিয়াম।
![]() |
ফেমটো স্যাটেলাইটের ভেতরের অংশ(ছবি সংগ্রহ:বিজ্ঞানচিন্তা থেকে) |
ইতোমধ্যে ২০২২ সালেই প্রয়োজনীয় যন্ত্রাংশসমূহ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে নাসা।দেশে বসেই যন্ত্রাংশসমূহ অ্যাসেম্বলি করবে বাংলাদেশ টীম।এ প্রকল্পে কাজ করছে ৪৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ মোট ৬০ জন বাংলাদেশী।
![]() |
২০২২ সালেই প্রয়োজনীয় যন্ত্রাংশসমূহ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে নাসা |
যন্ত্রপাতি অ্যাসেম্বলি করার পর বাংলাদেশেই স্যাটেলাইটটি প্রোগ্রাম করা হবে।তারপর এই মিশন সম্পর্কে একটি পরিকল্পনা পাঠাতে হবে নাসার দপ্তরে;যেখানে উল্ল্যেখ থাকবে কোচিং থেকে শুরু করে যাবতীয় সকল বিষয়।এছাড়া স্যাটেলাইটটি চাঁদে কী কাজ করবে তা ও উল্ল্যেখ থাকবে এই পরিকল্পনায়।
উৎক্ষেপণের আগে স্যাটেলাইটটি পাঠানো হবে নাসার দপ্তরে।সেখানে পরীক্ষা-নিরীক্ষায় সবকিছু ঠিক থাকলে নাসার সহযোগিতায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।তবে বাংলাদেশ দল চাইলে সেখানে সরাসরিও যুক্ত হতে পারবে;তবে এর ব্যয়ভার নিজেদেরকেই বহন করতে হবে।
![]() |
সহকর্মীদের সঙ্গে এটুআই প্রজেক্টের টীম লিডার জাহিদ হাসান শোভন(বিজ্ঞানচিন্তা থেকে সংগৃহীত) |
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে GLEE(Great Lunar Expedition for Everyone) মিশনের আওতায় চাঁদে অভিযান চালাবে ২২টি দেশ।বাংলাদেশ তার মধ্যে অন্যতম।এই ২২টি দেশই চাঁদের বিভিন্ন স্থানে স্যাটেলাইট পাঠাবে এবং তাদের পাঠানো তথ্য থেকে জানা যাবে চাঁদের আবহাওয়া।প্রকৃতপক্ষে চাঁদ মানুষের বসবাসের জন্য কতটা উপযোগী তা জানাই এই মিশনের মুখ্য উদ্দেশ্য।
এটুআই প্রজেক্ট লিডার জাহিদ হাসান শোভন বলেন,"এটি বাংলাদেশের প্রথম স্পেস মিশন।এর সাহায্যে আমরা তিনটি ইতিহাস গড়তে যাচ্ছি।চাঁদের বুকে প্রথম স্যাটেলাইট পাঠাচ্ছি,এটিই বাংলাদেশের প্রথম গভীর মহাকাশ মিশন এবং বাংলাদেশে প্রোগ্রামিং করা প্রথম স্যাটেলাইট এটি।এখান থেকে অর্জিত জ্ঞান বা স্কিল ভবিষ্যৎ মহাকাশ পর্যবেক্ষণে কাজে লাগাতে পারবো।"
চাঁদে জনবসতি গড়ে তোলার জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে নাসা।আর্টেমিস প্রোগ্রামের প্রথম মিশন আর্টেমিস-১ ইতোমধ্যেই সফলভাবে ঘুরে এসেছে চাঁদের কক্ষপথে।সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ এর নভেম্বরে আর্টেমিস-২ চাঁদের কক্ষপথ ঘুরে আসবে।আর ২০২৫সালে আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে পুনরায় চাঁদে নামবে মানুষ।
চাঁদের দক্ষিণ মেরু এখনো মানুষের কাছে অজানা।এবার মূলত সেখানেই মানুষ পাঠাতে চায় নাসা।তাই সেখানকার আবহাওয়া সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।একারণেই চাঁদে স্যাটেলাইট পাঠিয়ে তথ্য বিশ্লেষণের পরিকল্পনা করেছে নাসা।
জ্ঞান-বিজ্ঞান বিষয়ক অসংখ্য তথ্য জানতে ভাই-ব্রাদারস সাইন্স এর সাথেই থাকুন।
আমাদের ফেসবুক পেইজ লিংক:
https://www.facebook.com/vaibrotherssciencebd/
আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক :
https://instagram.com/vai_brothers_science?igshid=YmMyMTA2M2Y=
আমাদের ইউটিউব চ্যানেল লিংক:
https://youtube.com/channel/UCnfkCRINGmNobdEtG2KF10
আমাদের ই-মেইল ঠিকানা:
No comments