ধোঁয়া পাক খেয়ে ওপরে ওঠে কেন?!
ধোঁয়া পাক খেয়ে ওপরে ওঠে কেন?!
![]() |
ধোঁয়া পাক খেয়ে ওপরে ওঠে কেন? |
কোনো কিছু পোড়ালে সেখানে ধোঁয়া উৎপন্ন হয়।সেই ধোঁয়া আবার পাক খেয়ে ওপরে উঠে যায়।কিন্তু এর কারণ আসলে কী?!চলুন জেনে নেওয়া যাক।
প্রকৃতপক্ষে কোনো কিছুকে পোড়ানো হলে অক্সিজেনের অভাবে ধোঁয়ার সৃষ্টি হয়।অর্থাৎ কোনো কিছু পোড়ালে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকে তবে ধোঁয়ার সৃষ্টি হয়।
এই ধোঁয়া মূলত আগুনের তাপে গরম ছাইয়ের কণামিশ্রিত বাতাস।আমরা জানি,গরম বাতাসের ঘনত্ব তুলনামূলক কম।আশেপাশের বাতাস ঠান্ডা হওয়ার কারণে উক্ত গরম বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায়।তখন চারপাশ থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ শুরু হয়।
অন্যভাবে বলা যায়,আশেপাশের ঠান্ডা বাতাস দ্রুত বেগে ছুটে এসে গরম বাতাসকে ওপরের দিকে ঠেলে দেয়।ফলে গরম বাতাস কুণ্ডলী পাকিয়ে ওপরের দিকে উঠে যায়।
কৃতজ্ঞতা: বিজ্ঞানচিন্তা
জ্ঞান-বিজ্ঞান বিষয়ক অসংখ্য তথ্য জানতে ভাই-ব্রাদারস সাইন্স এর সাথেই থাকুন।
আমাদের ফেসবুক পেইজ লিংক:
আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক :
আমাদের ইউটিউব চ্যানেল লিংক:
আমাদের ই-মেইল ঠিকানা:
ধন্যবাদ সবাইকে
No comments