ফুটবল গোল হয় কেন?!

 ফুটবল গোল হয় কেন?!


ফুটবল বলতে গেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি।ফুটবল গোল হয়ে থাকে।কিন্তু আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে,ফুটবল গোল হয় কেন?!চলুন জেনে নেয়া যাক।

মূলত দুটি কারণে ফুটবল গোল হয়ে থাকে।একটি হলো অ্যারোডাইনামিকস বা বায়ুগতিবিদ‍্যা এবং অন‍্যটি হলো খেলার গতি ও ফুটবল শটের লক্ষ্য নিশ্চিত করা।ফুটবল গোলাকার হওয়ার কারণে ফুটবলে সজোরে শট দেওয়া হলে ফুটবলের উপর বাতাসের চাপ সবচেয়ে কম হয়ে থাকে।

এছাড়াও ফুটবলের গতিবেগ ও দিক হিসেবে নিয়ে কৌশলে কিক মেরে ফুটবলে এমন একটি ঘূর্ণন সৃষ্টি করা যায়,যার ফলে ফুটবল উপবৃত্তাকার পথে ঘুরে গোলপোস্টে প্রবেশ করে।আর গোলই তো ফুটবলের প্রাণ।



দ্বিতীয়ত, ফুটবলের প্রধান আকর্ষণ হলো গতি।গোলরক্ষক এক গোলপোস্ট হতে ফুটবলে শট মারলেন, সেই বল প্রায় অপর প্রান্তের গোলপোস্টের কাছে চলে যায়।প্রতিপক্ষের গোলপোস্টের সামনে ফুটবল চলে আসামাত্র দক্ষ স্ট্রাইকার সেটাকে পায়ে পায়ে ক‍্যারি করে নিয়ে চলে আসেন গোলপোস্টের একেবারে সামনে।এতসব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ফুটবল গোলাকৃতির হওয়ার কারণে।

কিন্তু ফুটবল যদি গোলাকার না হয়ে ত্রিভুজাকার বা চৌকোণাকার হতো তাহলে মাটিতে পড়ার পর ফুটবল আর সামনে এগিয়ে যেতে পারবে না।এবং সেই একই কারণে ক্রিকেট, হকি,টেনিস প্রভৃতি খেলার বলও গোলাকার হয়ে থাকে।

No comments

Powered by Blogger.