ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর অ্যাস্টোজেনেকার বুস্টার ডোজ!!

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর অ্যাস্টোজেনেকার বুস্টার ডোজ!!


অ্যাস্টোজেনেকার বুস্টার!!

বিশ্বে এখন সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনার ওমিক্রন ধরন। ধরনটির বৈজ্ঞানিক নাম "বি.১.১.৫২৯"। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ২৬ নভেম্বর ডব্লিউএইচও(বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ ধরন হিসেবে তালিকাভুক্ত করে।


ইতিমধ্যে বিশ্বের ১২৮টি দেশে অমিক্রন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়েসহ বিশ্বের বেশ কিছু দেশে দ্রুততার সঙ্গে ওমিক্রনের বিস্তার ঘটছে।


অ্যাস্টোজেনেকার টিকা বুস্টার হিসেবে দেওয়া হলে তা করোনার অতি সংক্রামক ধরণ ওমিক্রনের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে । একটি পরীক্ষার প্রাথমিক তথ‍্যের আলোকে অ্যাস্টোজেনেকা এই দাবি করেছে।



শুধু ওমিক্রনই নয়,করোনার আলফা,বেটা,গামা,ডেল্টা সহ অন্যান্য ধরণের বিরুদ্ধেও ভ‍্যাক্সভেজরিয়া উচ্চ অ্যান্টিবডি গঠণ করে।


অ্যাস্টোজেনেকা বলছে,"আগে যারা দুই ডোজ ভ‍্যাক্সভেজরিয়া বা এমআরএনএ টিকা নিয়েছেন,তাদের ক্ষেত্রে এই টিকার তৃতীয় ডোজ বেশী কার্যকর হতে দেখা গেছে।"


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী,ওষুধ প্রতিষ্ঠান অ্যাস্টোজেনেকা জানিয়েছে,"তারা তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসেবে তাদের প্রস্তুতকৃত ভ‍্যাক্সভেজরিয়া বা এমারএনএ টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা চালিয়েছে।"


পরীক্ষার প্রাথমিক তথ‍্যানুযায়ী,"করোনার বুস্টার ডোজ হিসেবে এটি ব‍্যবহার করা হলে মানবদেহে উচ্চ অ্যান্টিবডি তৈরি হবে।"


গত মাসে পরীক্ষাগারে চালানো এক গবেষণায় দেখা যায়,ভ‍্যাক্সভেজরিয়ার তিন ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর।পরে কোম্পানিটি ক্লিনিক‍্যাল ট্রায়াল চালায়।আর ক্লিনিক‍্যাল ট্রায়ালে বুস্টার ডোজের কার্যকারিতার প্রমাণ মিলে।


তথ‍্যসূত্র

No comments

Powered by Blogger.