এসির বিকল্প হিসেবে কাজ করবে বিশ্বের সবচেয়ে সাদা রঙ!!
আবিষ্কৃত হলো বিশ্বের সবচেয়ে সাদা রঙ!!কাজ করবে এসির বিকল্প হিসেবে!!

আবিষ্কৃত হলো বিশ্বের সবচেয়ে সাদা রঙ!! কাজ করবে এসির বিকল্প হিসেবে!!
বিশ্বের সবচেয়ে সাদা রঙ তৈরী করেছে বিজ্ঞানীরা,এই রঙ দিয়ে বাড়ি রঙ করলে প্রয়োজন হবে না এয়ার কন্ডিশনের , সম্প্রতি এমনই একটি তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
ঐ গবেষক দলটির তার নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের পারডু বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিউলিন রুয়ান। দলের অন্যান্য সদস্যরা তার ছাত্র।
পৃথিবীর সবচেয়ে সাদা রং হিসেবে ইতোমধ্যে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। গবেষকদের ধারণা,"একটি কোম্পানির সঙ্গে কাজ করে রংটি বাজারে আনতে পারলে এর বাণিজ্যিক ব্যবহার বাড়বে।"
প্রধান গবেষক ড. শিউলিন রুয়ান বলেন,"সাত বছর আগে আমরা এই গবেষণা শুরু করেছিলাম। যখন গবেষণা শুরু করি, তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল এমন একটি রং আবিষ্কার করা,যেটি একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ভূমিকা রাখবে।"
আমরা জানি,সাদা রঙ সূর্যের বিকিরণ প্রতিফলিত করে।ফলে যদি কোনো ভবনের বাহিরের দেয়ালে এই রঙ ব্যবহার করা হয় তাহলে এর ভিতরের পরিবেশ খুবই শীতল থাকবে।এই কারণেই মূলত বিশ্বের প্রধান প্রধান গ্রীষ্মপ্রধান দেশগুলোতে ভবনের বাহিরের দিকের দেয়ালে সাদা রঙ ব্যবহার করা হয়ে থাকে।
পৃথিবীর বয়স যত বাড়ছে ততই বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং(বৈশ্বিক উষ্ণায়ন)। ফলে দিন দিন সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিও আটকানো কঠিন হয়ে পড়েছে।বর্তমানে বাজারে যেসব সাদা রঙ পাওয়া যায়, সেগুলো সর্বোচ্চ ৮০ থেকে ৯০ শতাংশ সূর্যরশ্মিকে প্রতিফলিত করতে সক্ষম।কিন্তু গবেষক দলটির প্রধান ড. শিউলিন রুয়ানের দাবি, তাদের আবিষ্কৃত সাদা রংয়ের প্রতিফলন ক্ষমতা ৯৮.১ শতাংশ।
রুয়ান বলেন,"কক্ষ শীতল রাখার জন্য এই রঙ এয়ার কন্ডিশনারের চেয়ে বেশি কার্যকর হবে।"
এ বিষয়ে ড. শিউলিন আরও বলেন,এরই মধ্যে প্রয়োগমূলকভাবে ৪৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার একটি এলাকার ভবনের বাইরের দেওয়ালে এই রঙ ব্যবহার করা হয়েছে এবং এই রঙ ব্যবহারের পর সেই ভবনের ভেতরের তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি কমে গেছে।

No comments