E-Baby: সম্পর্কহীন সন্তান পেতে ইন্টারনেটের দ্বারস্থ জননী, জন্ম নিল ‘ই-বেবি’

 E-Baby: সম্পর্কহীন সন্তান পেতে ইন্টারনেটের দ্বারস্থ জননী, জন্ম নিল ‘ই-বেবি’



সন্তান জন্মদানের জন্য বাধ‍্য হয়ে কোনো সম্পর্কে জড়াতে চান নি ৩৩ বছর বয়সী স্টেফানি টেলর।যার ফলে উপায় ছিল মাত্র একটা—কোনও গর্ভধারণ কেন্দ্রের দ্বারস্থ হয়ে সন্তান ধারণ করা। কিন্তু স্টেফানি সেটাও করতে রাজি ছিলেন না। তিনি ইন্টারনেট থেকে শুক্রাণু কিনেছেন। ইউটিউব দেখে সেই শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতি শিখেছেন। শেষে অনলাইন থেকেই কিনেছেন প্রজনন প্রক্রিয়ার দরকারি সকল জিনিসপত্র। তাঁর যুক্তি অনলাইনে যখন সব কিছুই হচ্ছে, তখন সন্তান ধারণেই বা সমস্যা কোথায়!

তবে ভূল প্রমাণিত হন নি স্টেফানি।দশ মাস পরে জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের। কন্যার নাম রেখেছেন ইডেন। যদিও পরিচিতরা এই কন‍্যাসন্তানের নাম দিয়েছে "ই-বেবি"।

সাধারণত অনলাইনে কেনাকাটা, লেনদেন অথবা বার্তা প্রেরণের পদ্ধতির নামকরণ করার ক্ষেত্রে "ইলেকট্রনিক" শব্দের প্রথম অক্ষর "ই" যুক্ত করা হয়।স্টেফানির কাছে শুনে তাদের মনে হয়েছে ইডেনের জন্মের সঙ্গে জড়িয়ে আছে অনলাইন।তাই তারা এই শিশুর নাম দিয়েছে" "ই-বেবি"।

তবে পূর্বেই পাঁচ বছরের এক পুত্রসন্তানের জননী ছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের চেষ্টা করছিলেন। বিষয়টি এক বন্ধুকে জানানোর পর তিনিই স্টেফানিকে অনলাইনে শুক্রাণু কেনার একটি অ্যাপের সন্ধান দেন।


স্টেফানি জানিয়েছেন,পছন্দমতো শুক্রাণু দাতা পেতে এক দিন সময় লাগে তার। দু’সপ্তাহের মধ্যেই শুক্রাণু পেয়েও যান স্টেফনি। প্রথম চেষ্টাতেই সফল হন।


স্টেফানি জানিয়েছেন, প্রথমে এ ব্যাপারে তাঁর বাড়ির কয়েক জন সদস্য রাজি না হলেও ইডেনের জন্মের পর তাঁরা খুশি। সম্পূর্ণ নিজের চেষ্টায় সন্তানের জন্ম দিতে পেরে স্টেফানিও গর্ববোধ করছেন বলে জানিয়েছেন।


"হঠাৎ গর্ভধারণ কেন্দ্রে না গিয়ে বাড়িতে গর্ভধারণ করেছেন কেন?"-এমন প্রশ্নের জবাবে স্টেফানি জানিয়েছেন, তিনি প্রথমে বিকল্পটি ভেবে দেখেননি তা নয়। বরং প্রথম দিকে বেশ কয়েকটি গর্ভধারণ কেন্দ্রে তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু তাদের সন্তান ধারণ করানোর মূল্য এতটাই বেশি যে বিকল্প খুঁজতে বাধ্য হন স্টেফনি।


ধন‍্যবাদ সবাইকে...


No comments

Powered by Blogger.