পদার্থবিজ্ঞান নোবেল-২০২১
পদার্থবিজ্ঞান নোবেল-২০২১
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীগণ-২০২১ঃস্যুকুরো মানাবে(যুক্তরাষ্ট্র),ক্লাউস হেসেলমান(জার্মানি) এবং জর্জিও প্যারিসি(ইতালি)(বাম দিক থেকে)
পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য এবছর নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী।তারা হলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানেবে ও জার্মানির ক্লাউস হেসেলমান এবং ইতালির বিজ্ঞানী জর্জিও প্যারিসি।
মঙ্গলবার(৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়েল সুইডিস একাডেমি তাদের নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।
পৃথিবীর জলবায়ুর কাঠামোগত মডেল নির্মাণ, বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস ও তা নির্ভুলভাবে পরিমাপের পদ্ধতি আবিষ্কার, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণায়নের বিষয়ে অনুমানের জন্য স্যুকুরো মানাবে ও ক্লাউস হেসেলমানকে নোবেল দেওয়া হয়। তারা দুজনে এ বছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন। এ ছাড়া পরমাণু ও গ্রহীয় পরিসর ইস্যুতে নোবেল পেয়েছেন জর্জিও প্যারিসি।
নোবেল কমিটির ভাষ্যমতে,প্যারিসির অবদান হলো "পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের(Physical System) বিশৃঙখলা পরস্পরের ওপর কী প্রভাব ফেলে, তা আবিষ্কার করা।"
গতকাল সোমবার অর্থাৎ ৫অক্টোবর,২০২১ হতে শুরু হয় নোবেল বিজয়ীদের তালিকা ঘোষণা।গতকাল সোমবার ঘোষণা করা হয় মেডিসিনে নোবেল বিজয়ীদের নাম।এবছর মেডিসিনে(চিকিৎসাক্ষেত্রে) নোবেল বিজয়ীরা হলেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপুটিয়ান।তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।
২০২১ সালে মেডিসিনে নোবেল বিজয়ীগণঃডেভিড জুলিয়াস এবং আরডেম পাতাপুটিয়ান(বাম দিক থেকে)
আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাকি বিভাগগুলোতে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে। আগামীকাল রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, তার পরদিন শুক্রবার শান্তিতে এবং অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে সোমবার।
১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়েছিলো।১৯০১ সাল থেকে সার পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অসাধারণ গবেষণা এবং উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। শুরুতে শুধু পদারথবিজ্ঞান,রসায়ন,চিকিৎসা,সাহিত্য এবং শান্তি এই পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হতো।পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে।
ধন্যবাদ সবাইকে...
No comments