তামার পাত্রে জলপান আসলেই স্বাস্থ্যকর?! । Is it really healthy to drink water in a copper pot ?!

তামার পাত্রে জলপান আসলেই স্বাস্থ্যকর?! । Is it really healthy to drink water in a copper pot ?!



সাধারণতভাবে বাড়িতে আমরা স্টিলের বা কাচের গ্লাসে জল খেয়ে থাকি। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে তামার পাত্রে জল খাওয়ার কথা বলা হয়েছে। সেই কারণে বর্তমানে অনেক দোকানেই তামার জলের বোতল বিক্রি হতে দেখা যায়। কারণ তামার পাত্রে জল খেলে শরীর সুস্থ, সতেজ এবং ঝরঝরে থাকে। শুধু তাই নয়, নিয়মিতভাবে তামার পাত্রে জল খেলে দূর হয় অনেক রোগ। আসুন জেনে নেওয়া যাক কী কী উপকার পাওয়া যায় তামার পাত্রে নিয়মিত জল খেলে।সেই সাথে জেনে নেয়া যাক এর জন্য আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। 

 #তামার_পাত্রে_জলপান_আসলেই_স্বাস্থ্যকর?! #Is_it_really_healthy_to _drink_water_in_a_copper_pot ?! #Vai_Brothers_Science 

Music: Do It 
Musician: @iksonmusic 

Instructor:Ishtiuk Mahmud



ধন‍্যবাদ সবাইকে।

No comments

Powered by Blogger.