করোনা প্রতিকারের পরেও থেকে যায় ৫টি দীর্ঘমেয়াদী উপসর্গ

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং এই রোগ থেকে সেরে ওঠা নিশ্চয়ই একটি জটিল ও কষ্টসাধ্য প্রক্রিয়া।করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যাক্তি স্বাভাবিকভাবেই শারিরিক ও মানসিকভাবে দুর্বল থাকে এবং সুস্থ্য হয়ে উঠার পরেও এর দীর্ঘমেয়াদী কিছু প্রভাব থেকে যায়।যেগুলো থেকে পরিত্রাণ পেতে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

করোনা প্রতিকারের পরেও থেকে যায় ৫টি দীর্ঘমেয়াদী উপসর্গ
করোনা প্রতিকারের পরেও থেকে যায় ৫টি দীর্ঘমেয়াদী উপসর্গ

১।নিঃশ্বাস-প্রশ্বাসের প্রতিবন্ধকতাঃ

করোনা ভাইরাসের থাবা থেকে মুক্তি পাওয়ার পর সবচেয়ে বেশি যে সমস্যাটী হয়,সেটি হচ্ছে নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা।কখনো কখনো এই সমস্যা এতোই মারাত্মক হয় যে করোনা মুক্ত হবার পরেও কৃত্তিম শ্বাস-প্রশ্বাস অর্থাৎ অক্সিজেন সাপোর্টের দরকার হয়।এক্ষেত্রে যাদের ফুস্ফুস বেশি আক্রান্ত হয়,তাদের বেশি ক্ষতি হয়;যার প্রভাব থেকে যায় দীর্ঘদিন।


২।শরীরের বিভিন্ন স্থানে ব্যাথাঃ

সাধারণ জ্বরগুলোতে যে শরীরের ব্যাথা হয়,ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে হওয়া জ্বরে তার চেয়ে কয়েকগুণ বেশি শরীরের ব্যাথা থাকে।করোনা থেকে পরিত্রাণ পাওয়ার পরে এই সমস্যায় ভুগতে হতে পারে বহুদিন।কোভিডের প্রথম দিককার দুটি উপসর্গ ছিলো শরীর ব্যাথা এবং জড়তা,যা বর্তমান ডেল্টা ভ্যারিয়েন্টেও রয়ে গেছে।


৩।ক্লান্তি এবং অবসাদঃ

ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের জন্য করোনা পরবর্তী সময়টা বেশ কঠিন।রোগীর ক্লান্তি ও অবসাদ হতে পারে কয়েকগুণ বেশি।করোনার সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার পরেও কয়েক সপ্তাহ ক্ষেত্রবিশেষে এক মাস পর্যন্ত এই অবসাদ থাকতে পারে।তবে বিশেষজ্ঞরা বলছেন,ডেল্টা ভ্যারিয়েন্ট মান্যষের রোগ প্রতিরোধ ক্ষ্মতাকে কমিয়ে ফেলতে পারে বহুগুণ।যার ফলে রোগীর এই ক্লান্তি দীর্ঘদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তারা।


৪।ফুস্ফুস সংক্রান্ত জটিলতাঃ

করোনায় আক্রান্ত হওয়া অধিকাংশ ব্যাক্তিই ফুস্ফুসের জটিলতায় ভোগেন।এই জটিলতা দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে দূঃসংবাদ হলো ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের ক্ষেত্রে এই জটিলতা কয়েকগুণ বেশি ভোগান্তির সৃষ্টি করতে পারে।এ সময় রোগীদের নিবিড় পরিচর্যায় রাখতে হয়,মাঝে মাঝে অক্সিজেন সাপোর্টেরও প্রয়োজন হতে পারে।এসব রোগীদের নিবিড় পরিচর্যা না করা হলে ফুস্ফুসের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।


৫।গলায় সংক্রমণ ও গলার স্বর পরিবর্তনঃ

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের পর শ্বাসযন্ত্রে ইনফেকশন দেখা দিতে পারে।এক্ষেত্রে খুস্খুসে কাশি,কথা বলার সময় গলায় ফ্যাসফেসে ভাব হতে পারে।এছাড়াও ইনফেকশনের পর গলার স্বর পরিবর্তনও হয়ে যেতে পারে।এই অবস্থার পরিবর্তন হতে দুই থেকে চার সপ্তাহ বা আরো বেশি সময় লাগতে পারে।

No comments

Powered by Blogger.