ফুলের গন্ধ যখন মৃত্যুর কারন। এগ্রস্টেমনা ফুল। কর্ণ-ককল ।

ফুলের গন্ধ যখন মৃত্যুর কারন। এগ্রস্টেমনা ফুল। কর্ণ-ককল ।



ফুলের সুগন্ধি গ্রহণ করা মানুষের সহজাত প্রবৃত্তি। তবে ফুলের সৌরভ নিতে গিয়ে যদি মৃত্যু ঘটে তাহলে বিষয়টা মর্মান্তিকই বলতে হবে। এমন ঘটনা নিশ্চই কারো কাম্য নয়। বাস্তবেই এমন ফুল রয়েছ যার গন্ধ নিতে গেলেই নির্ঘাত মৃত্যু...! শুধু গঁন্ধ নয় এটি স্পর্শ করলেও আপনার মৃত্যু হতে পারে। হ্যাঁ ভিউয়ার জানাবো এমন এক ফুলের কথা যেটা কেড়ে নিতে পারে আপনার জীবন। 

Music: Dear Autumn 
Musician: @iksonmusic 

#ফুলের_গন্ধ_যখন_মৃত‍্যুর_কারণ #এগ্রোস্টেমনা_গিথাগো #কর্ণককল 

Instructor : Emtiuz Mahmud


ধন‍্যবাদ সবাইকে।

No comments

Powered by Blogger.