আকাশের রঙ নীল কেন?

আকাশ নীল নয়। দিনের বেলা আকাশকে নীল দেখায়।

আকাশের রঙ নীল কেন?

সূর্যের আলোয় থাকে ৭টি রং(VIBGYOR)। এগুলো হলো-বেগুনি, নীল,আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। পৃথিবীতে সূর্যের আলো আসার সময় বাতাসের সাথে সংঘর্ষ হয়,এরফলে বেগুনি, নীল ও আকাশী রঙ বেশি ছড়িয়ে পড়ে। নীল রংয়ের আলোর তরঙ্গদৈর্ঘ‍্য‍্ কম বলে তা বেশি বিচ্ছুরিত হয় (According to the formula of Rayleigh Scattering)। ফলে দিনের বেলা আকাশকে নীল দেখায়।

No comments

Powered by Blogger.