আকাশের রঙ নীল কেন?
আকাশ নীল নয়। দিনের বেলা আকাশকে নীল দেখায়।
![]() |
আকাশের রঙ নীল কেন? |
সূর্যের আলোয় থাকে ৭টি রং(VIBGYOR)। এগুলো হলো-বেগুনি, নীল,আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। পৃথিবীতে সূর্যের আলো আসার সময় বাতাসের সাথে সংঘর্ষ হয়,এরফলে বেগুনি, নীল ও আকাশী রঙ বেশি ছড়িয়ে পড়ে। নীল রংয়ের আলোর তরঙ্গদৈর্ঘ্য্ কম বলে তা বেশি বিচ্ছুরিত হয় (According to the formula of Rayleigh Scattering)। ফলে দিনের বেলা আকাশকে নীল দেখায়।
No comments