আসছে ফেসবুকের বিকল্প মাধ্যম ‘'যোগাযোগ'' :আইসিটি প্রতিমন্ত্রী
আসছে ফেসবুকের বিকল্প মাধ্যম ‘'যোগাযোগ'' : জানালেন আইসিটি প্রতিমন্ত্রী
![]() |
| আসছে ফেসবুকের বিকল্প মাধ্যম ‘'যোগাযোগ'' :আইসিটি প্রতিমন্ত্রী |
গত ২৩ জুলাই,২০২১ শুক্রবার উইমেন ই-কমার্স আয়োজিত 'এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ ২' এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেসবুকের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে বাংলাদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম "যোগাযোগ"।
প্রতিমন্ত্রী পলক বলেন, "এই অ্যাপসের মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য, উপাত্ত এবং যোগাযোগের ক্ষেত্রে নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। তাছাড়া উদ্যোক্তাদের আর বিদেশনির্ভর হতে হবে না।দেশেই হবে তাদের কর্মসংস্থান"।
তিনি আরো বলেন, আইসিটি বিভাগের উদ্যোগে এর মধ্যেই "জুম" অ্যাাপের বিকল্প অনলাইন প্ল্যাটফর্ম 'বৈঠক' এবং করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম 'সুরক্ষা' অ্যাপস তৈরি করা হয়েছে। হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসেবে 'আলাপন' নামেরও একটি প্লাটফর্ম তৈরি করা হচ্ছে।

No comments