করোনার নতুন ধরণ "নিওকোভ"!প্রতি তিনজনে মৃত্যু হতে পারে একজনের!!
করোনার নতুন ধরণ "নিওকোভ"!প্রতি তিনজনে মৃত্যু হতে পারে একজনের!!
আসছে করোনার নতুন ধরণ 'নিওকোভ' |
আলফা,বেটা,ডেল্টা,ওমিক্রন, ডেল্টাক্রন এমন সব ভয়াবহ ভ্যারিয়েন্টের পর এবার নতুন আরেকটি ধরণ সম্পর্কে বিশ্ববাসীকে হুশিয়ার করেছেন উহানের বিজ্ঞানীরা।
নতুন এই ভ্যারিয়েন্টের নাম 'নিওকোভ'।সম্প্রতি চীনের উহানের একদল গবেষক জানিয়েছে,"শ্বাসযন্ত্রকে মারাত্মকভাবে সংক্রমিত করতে সক্ষম করোনার এই নতুন ধরণ।"
"শুধু তাই নয়,এই ভ্যারিয়েন্টের মারণক্ষমতাও তুলনামূলকভাবে অনেক বেশি।প্রতি তিন জন সংক্রমিতের মধ্যে একজনের মৃত্যু হতে পারে"-এমনটাই দাবি করছেন তারা।
উহানভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় উহানের এক দল গবেষক দাবি করেছেন,"এখন পর্যন্ত আবিষ্কৃত কোনো টিকাই 'নিউকোভ' এর বিরুদ্ধে কার্যকর হবে না।"তবে এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।
তবে ‘নিওকোভ'- এর মতো রূপের সন্ধান পাওয়া গিয়েছিল ২০১৩ এবং ২০১৫ সালে।কোভিড-১৯-এর সঙ্গে অনেক জায়গাতেই মিল নিওকোভের। প্রথম এই ধরনের রূপের সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকায়। মূলত বাদুড়ের শরীরে পাওয়া যায় ‘নিওকোভ'। এ নিয়ে গত বৃহস্পতিবারই রাশিয়ার 'ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি' একটি বিবৃতি দেয়। সেখানে বলা হচ্ছে,চীনের বিশেষজ্ঞরা যে নতুন রূপ নিয়ে সাবধান করছেন, তা নিয়ে এখনই চিন্তার কিছু নেই। মানব শরীর এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।তবে এতে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা তীব্র।
No comments